Priyanka Gandhi (Photo Credit: Instagram)

ইজরায়েল গাজার মধ্যে চলা যুদ্ধে দ্রুত যুদ্ধবিরতির দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গাজা (Gaza) শহরে আলশিফা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে (Ambulance) বোমা বিস্ফোরনের ঘটনাকে ভয়ানক এবং লজ্জাজনক বলে দাবি করেছেন তিনি।

তিনি জানান," এটি ভয়ানক এবং লজ্জাজনক, প্রায় ১০ হাজারের মত সাধারণ মানুষ যাদের প্রায় ৫ হাজার শিশুকে শেষ করে দেওয়া হল।যাদের পরিবারের বংশপ্রদীপ নিভিয়ে দেওয়া হল।হাসপাতাল এবং অ্যাম্বলেন্সে বোমা বিস্ফোরন করা হল।রিফিউজি ক্যাম্পেও নিশানা করা হল।নিজেদের স্বাধীন দেশ বলা নেতারা প্যালেস্তাইনে গণহত্যায় ইন্ধন যুগিয়ে যাচ্ছে।"

গাজার আল শিফা (Al Shifa) হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে বোমা বিস্ফোরনের দায় নেয় ইজরায়েল বাহিনী। ঘটনার জেরে ১৫ জন নিহত হন এবং ৫০ জন আহত হন।

যদিও ইজরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে গাজার মধ্যে ঢুকে হামাসকে নির্মূল করা এবং প্যালেস্তানীয় মানুষদের যাতে কম ক্ষতি হয় তার বন্দোবস্ত করা। যদিও হামাসের সঙ্গে যুদ্ধে গিয়ে এখনও পর্যন্ত ৯০০০ এর বেশি মানুষ নিহত হয়েছে।