সংসদে কেন বার বার তাঁর নাম নেওয়া হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কেন কোনও প্রমাণ ছাড়া তাঁর নাম সংসদে নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রবার্ট। তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে বলেও রবার্ট বঢ়রা ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে।
#RobertVadra, husband of #Congress general secretary #PriyankaGandhiVadra slammed Union Minister #SrmtitiIrani saying she needs to stop being obsessed with him and misusing his name in Parliament and challenged her to give proof of her allegations against him. pic.twitter.com/bFWiFB5Fij
— IANS (@ians_india) August 11, 2023