কর্নাটক (Karnataka) বিধানসভার বাইরে পাকিস্তানপন্থী স্লোগান (Pro Pakistan Slogan) নিয়ে সরগরম কর্ণাটকের রাজনীতি। সম্প্রতি রাজ্যের বিরোধী দল বিজেপির (BJP) পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থার ল্যাব রিপোর্ট সামনে এনেছে, যেখানে উল্লেখ করা হয়েছে বিধানসভার বাইরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা গিয়েছে। মূলত ওই ভিডিও ক্লিপের অডিওকে পরীক্ষা করে ওই রিপোর্ট পেশ করেছে বেসরকারি সংস্থাটি। তবে কোনও বেসরকারি সংস্থার রিপোর্ট গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা (G Parameshwara)।

তাঁর দাবি, "কোনও বেসরকারি সংস্থার ল্যাব রিপোর্ট সরকারি তদন্তে সহযোগীতা করতে পারবে না। বিজেপি আমাদের সরকারি তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখতে পারে। আমাদের ফরেন্সিক টিম এই অডিও ক্লিপ পরীক্ষা করছে। আমরা নিরপেক্ষভাবে তদন্ত করব, যদি কেউ দোষী থাকে তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে। আমরা কোনওকিছু লোকাবো না। আর ওই বেসরকারি সংস্থাকে কে অনাপত্তি সার্টিফিকেট দিয়েছে। তাঁদের কি আদৌ এই নিয়ে তদন্ত করার অনুমতি আছে?"

প্রসঙ্গত, দিনকয়েক আগে রাজ্যসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর কংগ্রেস বিধায়করা বিধানসভায় জয়ী সাংসদের নামে স্লোগান দিতে থাকে। বিজেপির অভিযোগ সেই সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলেন কংগ্রেসের এক বিধায়ক। এই নিয়ে শাসক শিবিরের কড়া সমালোচনা করে বিজেপি। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রথম থেকেই দাবি করে এসেছে কংগ্রেস।