নয়াদিল্লি, ১৭ মে: পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PMO Narendra Modi) একবারও সাংবাদিক সম্মেলনে আসেননি। এটা নিয়ে মোদীকে বারবার খোঁচা মারেন বিরোধী নেতারা। মোদীজি শুধু তাঁর পছন্দের সাংবাদিক, সেলেবদেরই পছন্দের প্রশ্নের উত্তর দেন, সাংবাদিক সম্মেলনে আসার সাহস তাঁর নেই। এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধীরা। শুক্রবার, সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষবেলায় অবশেষে সাংবাদিক সম্মেলনে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে পার্টির সদর দফতরে বসে অমিত শাহ (Amit Shah)- কে নিয়ে সাংবাদিক সম্মেলন (Press Conference) করলেন মোদী। অন্যদিকে, একই সময় রাহুল গান্ধীও সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন। সাংবাদিক সম্মেলেনের শুরুতে অমিত শাহ গত পাঁচ বছরে মোদী সরকারের নানা জনকল্য়াণমূলক কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি জানান মোদীজি চলতি বছর লোকসভা নির্বাচনে দেশের সর্বত্র প্রচার করেন।
PM Narendra Modi at a press conference in Delhi: In last 2 elections, even IPL couldn't be held. When government is strong, IPL, Ramzaan, school exams and others take place peacefully pic.twitter.com/edn4zahDAU
— ANI (@ANI) May 17, 2019
সাংবাদিক সম্মেলনে বারবার শাহ দাবি করেন জনগনের সমর্থনে এবারও মোদী সরকার ক্ষমতায় ফিরছে। বাংলায় ভোটের অশান্তি নিয়ে প্রশ্ন উড়ে এলে, মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ''আমরা তো দেশের সর্বত্র লড়ছি। কেরল, তামিলনাড়ু সব জায়গা থেকে লড়ছি, কোথাও তো বাংলার মত এত অশান্তি হয় না। বাংলায় আমাদের পার্টির ৮০ জন কর্মী মারা গিয়েছেন।'' সাংবাদিকদের উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, আমি তো অবাক হয়ে যাই আপনার বাংলার অশান্তি নিয়ে আমায় প্রশ্ন করছেন, অথচ মমতাকে একটাও পাল্টা প্রশ্ন করেন না। শাহ দাবি করেন, আমরা ৩০০টিরও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসব।
PM Modi: Election results came on May 16, 2014. A huge casualty took place on May 17, 2014. Today is May 17. People in 'Satta bazaar' who used to bet for Congress to win in elections faced huge losses on May 17 pic.twitter.com/rYQ6IpCvoj
— ANI (@ANI) May 17, 2019
প্রধানমন্ত্রী হাল্কা চালে সাংবাদিক সম্মেলনে শুরু করেন। ভোটের সময় আইপিএল চলল, ছাত্রছাত্রীদের পরীক্ষা হল, রামজান- রাম জয়ন্তী-হনুমান জয়ন্তী-ইস্টার সব কিছুই নির্বিঘ্ন হল বলে দেশবাসীকে জানালেন মোদী। প্রসঙ্গত, এর আগে ২০০৯ লোকসভা ভোটের জন্য আইপিএল (IPL) দেশের বাইরে চলে যায়। মোদী এরপর দাবি করেন, বিজেপি ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরবে।
BJP President Amit Shah: 80 BJP workers have been killed in one and a half years. What does Mamata Banerjee has to say about this? If we were responsible for this, why violence didn't take place anywhere else? pic.twitter.com/pW8gXOoZOY
— ANI (@ANI) May 17, 2019