জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ টানা দশ বছর পর জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন(Election)। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা রদ করার মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর এটাই জম্মু কাশ্মীরে প্রথম দফা নির্বাচন(Jammu Kashmir Assembly Election 2024)। আর কাশ্মীরের নির্বাচনী উৎসব উপলক্ষে সকাল-সকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এ দিন সকাল-সকাল সামাজিক মাধ্যম এক্স-এ টুইট করে তিনি লিখছেন, "জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হয়েছে। আমি জম্মু কাশ্মীরের বিপুল সংখ্যক মানুষকে ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে তরুণদের আহ্বান জানাচ্ছি- ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার সময় এসেছে।" প্রসঙ্গত, আজ ১৮ সেপ্টেম্বর মোট ২৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। পরবর্তী দফা আগামী ২৫ সেপ্টেম্বর। তৃতীয় দফা ১ অক্টোবর। ফলাফল ঘোষণা হবে ৮ অক্টোবর। নির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তা জম্মু কাশ্মীরে। এক প্রকার কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। বুথ থেকে শুরু করে রাস্তায়-রাস্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সাত সকালে যুবদের এগিয়ে আসার ডাক মোদীর