Narendra Modi, Xi Jinping (Photo Credit: X)

চলতি মাসের শেষে আবারও বিদেশ সফর বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগেই জানা গিয়েছিল তিনি অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে জাপান ও চীনে যাবেন তিনি। অবশেষে শুক্রবার প্রকাশ্যে এল তাঁর সফরসূচি। জানা যাচ্ছে, ২৯ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত জাপানে থাকবেন তিনি। তারপর ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে থাকবেন প্রধানমন্ত্রী। এই সফরে দুই দেশের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষরিত হবে ভারতের।

সফরের বিস্তারিত তথ্য

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ অগাস্ট জাপানে যাবেন তিনি। সেখানে ১৫ তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ৩০ অগাস্ট পর্যন্ত জাপানে থাকবেন তিনি। তারপরেই চীনের উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। আগামী ৩১ অগাস্টে বেজিং পৌঁছবেন তিনি। সেখান থেকে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনে বৈঠকে অংশগ্রহণ করতে তিয়ানজিনে যাবেন প্রধানমন্ত্রী। এই সফরে তাঁর সঙ্গে থাকবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।

ভারত-চীনের বন্ধুত্ব

গালওয়ান হামলার পর চীনের সঙ্গে দুরত্ব বাড়িয়েছিল ভারত। কিন্তু আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ শুরু হতেই নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে বেজিং। এরমধ্যেই চীনের রাষ্ট্রদূত শু ফেইহং ভারত সফর করে গিয়েছেন। দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারত-চীনের এই বন্ধুত্বতা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় পড়েছে আমেরিকা।