দিল্লিতে শুরু হল ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড (National Creators Award) অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত দেশের সবধরনের ডিজিটাল ক্রিয়েটার্সরা। দিল্লির ভারত মণ্ডপমে (Bharat Mandapam) অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। তাঁদের হাতে পুরস্কার তুলে দিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই বছরই প্রথমবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করা হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী গতমাসে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডের ঘোষণা করেছিলেন।
মূলত গেমিং, টেকনোলজি, গল্প বলা, শিক্ষা, সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনার মতো বিভিন্ন বিভাগে যেসব ক্রিয়েটাররা জনপ্রিয় হয়েছেন তাঁদেরকেই পুরস্কার দেওয়া হবে এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা হওয়ার পরেই শুরু হয় মনোনয়ন পর্ব। প্রথম রাউন্ডেই প্রায় দেড় লক্ষ ক্রিয়েটার মনোনয়ন জমা দিয়েছিল। এদের সমর্থনে সবমিলিয়ে ভোট পড়ে দশ লক্ষেরও বেশি। মূলত জনসাধারণের ভোটেই পুরস্কার দেওয়া হবে বিজয়ীদের।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi to present the first ever National Creators Award at Bharat Mandapam. pic.twitter.com/RcZaSAmzuA
— ANI (@ANI) March 8, 2024
প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ডিজিটাল ক্রিয়েটারদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ভালো চোখে দেখছে না বিরোধীরা। সমালোচকদের মতে, এই অ্যাওয়ার্ড শো শুধুমাত্র ডিজিটা ক্রিয়েটার্সদের হাতে রাখার জন্য অনুষ্ঠিত করা হয়েছে। আসলে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মানুষই সক্রিয়। ফলে এই প্লাটফর্মকে নির্বাচনী প্রচারের জন্য আরও ভালোভাবে ব্যবহার করতে পারে মোদী সরকার।