Bundelkhand Expressway: বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে কী বললেন প্রধানমন্ত্রী মোদী
Prime Minister Narendra Modi

লখনৌ, ১৬ জুলাই: উত্তরপ্রদেশের জালাউনে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বুন্দেলখণ্ডের এই এক্সপ্রেসওয়ে ২৯৬ কিলোমিটার দীর্ঘ। উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর পাশে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)।

বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা। এর ফলে গোটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও শিল্প পরিকাঠামোয় আমুল পরিবর্তন আসতে চলেছে। ২৮ মাসের মধ্যে এই এক্সপ্রেসওয়ে তৈরি হল। আরও পড়ুন-দাবানল নেভাতে গিয়ে বিমান ভেঙে মৃত্যু পাইলটের, ভিডিও

দেখুন টুইট

বুন্দেলাখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, "উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা এবং যোগাযোগ ব্য়বস্থা উন্নত করার প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। আমরা দুটোই উন্নতি করছি। আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে, যোগাযোগ ব্য়বস্থাও উন্নত হচ্ছে। বুন্দেলাখণ্ড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন আমরা করেছি, নির্ধারিত সময়ের আগে আমরাও সেটা করে দিলাম।"