চেন্নাই: মানবিকতার উদাহরণ তৈরির করার বিষয়ে বহুবার জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। শনিবার তামিলনাড়ুতে (Tamilnadu) ফের তার প্রমাণ পাওয়া গেল। তামিলনাড়ুর একজন বিশেষ চাহিদাসম্পন্ন বিজেপি কার্যকর্তার (specially Abled BJP Karyakarta) সঙ্গে একটি সেলফি (selfie) তুলে সেটি নিজের টুইটার (Twittr) প্রোফাইল থেকে পোস্ট (Post) করলেন প্রধানমন্ত্রী।
সেই টুইটের শিরোনামে তিনি লিখেছেন, "একটি বিশেষ নিজস্বী (A special selfie)। চেন্নাইয়ে (Chennai) আমি থিরু এস মানিকানদান (Thiru S. Manikandan) নামে এক বিজেপি কার্যকর্তার (BJP Karyakarta) সঙ্গে দেখা করলাম। তিনি তামিলনাড়ুর (TamilNadu) ইরোডে (Erode) এলাকার একজন গর্বিত বিজেপি কার্যকর্তা (Proud BJP Karyakarta) । বর্তমানে একজন বুথ সভাপতি (booth president) হিসেবে তিনি দলের হয়ে মানুষের সেবা করছেন। শারীরিক অক্ষমতাকে জয় করে করেই নিজের একটি দোকান চালাচ্ছেন। আর তাঁর কর্মকাণ্ডের মধ্যে সবথেকে অনুপ্রেরণাদায়ক বিষয় (most motivating aspect) হল তিনি প্রতিদিনের লভ্যাংশ (daily profits) থেকে একটি টাকা বিজেপির তহবিলে (BJP) অনুদান হিসেবে দেন।
শনিবার রাতে প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই ছবিটি পোস্ট করার পরে বহু নেটিজেন এটি দেখে ফেলেছেন ও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওই বিজেপি কর্মকর্তার জন্য। আরও পড়ুন: India Has Highest Universities In World: বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতেই, জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থা
A special selfie…
In Chennai I met Thiru S. Manikandan. He is a proud @BJP4TamilNadu Karyakarta from Erode, serving as a booth president. A person with disability, he runs his own shop and the most motivating aspect is - he gives a substantial part of his daily profits to BJP! pic.twitter.com/rBinyDVHYA
— Narendra Modi (@narendramodi) April 8, 2023
I feel very proud of being a Karyakarta in a Party where we have people like Thiru S. Manikandan. His life journey is inspiring and equally inspiring his commitment to our Party and our ideology. My best wishes to him for his future endeavours. pic.twitter.com/4S6FryHqCq
— Narendra Modi (@narendramodi) April 8, 2023