PM Narendra Modi (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ৬ মে: একেবারে লাস্ট ল্যাপে চলে এসেছে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly elections) প্রচার। বুধবার নির্বাচনের আগে, রবিবার কর্ণাটকে প্রচারের শেষ দিন। তার আগে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে শনিবার ২৬ কিমি পথ জুড়ে দাপিয়ে বেরাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ বেঙ্গালুরুর সোমেশ্বর ভবনের আরবিআই গ্রাউন্ড থেকে শুরু হয়ে মালেশ্বরমের সানকি ট্যাঙ্ক পর্যন্ত চলবে মোদীর রোড শো। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলবে এই রোড শো। অন্তত ১২টি বিধানসভা কেন্দ্রের উপর দিয়ে যাবে মোদীর রোড শো।

দলকে জেতাতে মরিয়া মোদী বেঙ্গালুরুতে ২৬ কিলোমিটার রোড শো করছেন। কর্ণাটকের মত এতটা মরিয়া প্রচার আর কোনও বিধানসভা নির্বাচনে তাঁকে করতে দেখা যায়নি। আসলে দক্ষিণের এই রাজ্যে বিজেপির যা হাল, তাতে মোদী ম্যাজিকই পারে একমাত্র বিজেপিকে বাঁচাতে। আর তাই প্রধানমন্ত্রী সর্বশক্তি উজাড় করে দক্ষিণের একমাত্র বিজেপি শাসিত রাজ্যে পদ্মরাজ কায়েম রাখতে মরিয়া চেষ্টা করছেন। দিনে দু তিনটি জনসভা থেকে রোড শো, কোনও কিছুতেই থেমে থাকছেন না মোদী। অমিত শাহ, জেপি নাড্ডারাও বুঝিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচন হলেও স্থানীয় কোনও ইস্যু বা নেতা নয়, মোদীকে জেতাতেই ভোট দিক কর্ণাটকবাসী। আরও পড়ুন-রেললাইনের ধারে ইনস্টাগ্রাম রিল বানানোর জের, বেঘোরে প্রাণ খোয়াল নবম শ্রেণীর পড়ুয়া

দেখুন ভিডিয়ো

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই রোড শো। আগামিকাল, রবিবার প্রচারের শেষ দিনে ১০ কিলোমিটার রোড শো করবেন মোদী। আগে ঠিক ছিল তিনি শনিবার আট ঘণ্টা টানা বেঙ্গালুরু এবং সংলগ্ন অঞ্চলে রোড সো করবেন। কিন্তু তাতে যানজটে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেঙে প্রধানমন্ত্রী মোদীর রোড শো-কে দু দিনে ভাগ করে দেওয়া হয়।