Assam: আজ অসমে আসছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে ৭০ হাজার লণ্ঠনে সাজলো কোকরাঝাড়
অসমে আসছেন প্রধানমন্ত্রী (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: আজ অসমের (Assam) কাকড়াঝাড়ে (Kakrajhar) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রায় ৭০,০০০ লণ্ঠনে সেজেছে গোটা রাজ্য। এদিন তিনি টুইট করে জানিয়েছেন, 'ধন্যবাদ কাকড়াঝোড়, আমি আগামীকালের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি এবং আমার কাকড়াঝোড় এর ভাই ও বোনেদের জন্য রইল অসংখ্য ভালোবাসা অভিনন্দন।' অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লণ্ঠনের ছবি শেয়ার করে শুক্রবার প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে সংখ্যাগরিষ্ঠ বড় প্রজাতির শহর কাকড়াঝোড় এ শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। '

সেখানে একটি সভার আয়োজন করা হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে বক্তৃতা দেবেন। সিএএ নিয়ে বিক্ষোভের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম জনসভা অসমে। সহস্র মোমবাতির আলোয় স্বাগত জানানো হবে দেশের প্রধানমন্ত্রীকে। বোরো সংস্কৃতি তুলে ধরার জন্য নাচ-গান ও বিভিন্ন রকম অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আঁটোসাঁটো করা হয়েছে গোটা অসমের নিরাপত্তা।  আরও পড়ুন, নেহরু পাকিস্তান কংগ্রেস বাদ দিয়ে দেশের অর্থনীতির কথা ভাবুন, মোদিকে পাল্টা কটাক্ষ রাহুলের

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও প্রধানমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানাতে প্রস্তুত। এনআরসি নিয়ে একপ্রকার ক্ষুব্ধ অসমবাসী। এরপর সিএএ নিয়ে জ্বলেছিল গোটা অসম। বিজেপির বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ, স্লোগানে সরব হয়েছিল বিশ্ববিদ্যালয় গুলি। অসমের হাজার হাজার মানুষ নেমেছিল রাস্তায়। এরপর এই জনসভায় তিনি কী বার্তা দেন তার দিকে তাকিয়ে গোটা রাজ্য।