PM Modi (Photo Credit: Twitter)

সন্ত্রাসবাদ ইস্যুতে নাম না করে প্রতিবেশী দেশ পাকিস্তানকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সাংহাই কর্পোরেশনের মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি জানান, "সন্ত্রাসবাদ আঞ্চলিক এবং বিশ্ব শান্তির কাছে একটি চিন্তার কারণ, আমাদেরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিছু দেশ সীমান্তে সন্ত্রাসবাদকে তাদের নীতি বলে মনে করেন এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেন. এসসিওর এই ধরনের দেশগুলিকে সমালোচনা করতে কোনরকম সমস্যা না থাকা উচিত।এসসিও দেশগুলির এইগুলির নিন্দা করা উচিত।সন্ত্রাসবাদ ইস্যুতে দুরকমের নীতি হওয়া উচিত নয়' বলে জানান তিনি ।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পাকিস্তানে প্রধানমন্ত্রী শাবহবাজ শরিফও।পাশাপাশি মিটিংয়ে ভার্চিয়ালি উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদামির পুতিনও।

এসসিও সমন্ধে নরেন্দ্র মোদী জানান, 'এসসিওকে শুধুমাত্র আমরা বর্ধিত প্রতিবেশী হিসেবে দেখিনা, বরং বর্ধিত পরিবার হিসবে দেখি। নিরাপত্তা, অর্থনৈতির উন্নতি, যোগাযোগ, একতা, সার্বভৌমত্বের ওপর শ্রদ্ধা, আঞ্চলিক অখন্ডতা এবং পরিবেশে রক্ষা এগুলিই এসসিওতে আমাদের স্তম্ভ "

২০০১ সালে রাশিয়া ও চিনের তৈরি এই অর্গানাইজেশনে যোগদান করে ভারত এবং পাকিস্তানও। আট সদস্দ্যের এই আর্গানাইজেশন পশ্চিমী দেশের বিরুদ্ধে রাজনৈতিক ও নিরাপত্তা জনিত একটি সংগঠন।