Petrol and Diesel Prices Rise(Photo Credits: ANI)

কলকাতা, ১১ অক্টোবর: পুজোর শুরুতে পেট্রোপণ্যের লাগাতার মূ্ল্যবৃদ্ধিতে (Prices of petrol and diesel) মধ্যবিত্তের মাথায় হাত। হু হু করে বাড়ছে দাম। ষষ্ঠীর সকালে ফের ছ্যাঁকা লাগল পেট্রোল ডিজেলের নয়া দামে। পর পর সাতদিন ধরে বাড়ছে জ্বালানি তেলের মূল্য। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৫ টাকা ০৯ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৬ টাকা ২৮ পয়সা। উৎসবের মরসুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা। ষষ্ঠীতে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। রান্নার গ্যাসের দাম হাজারের দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছে। পেট্রোপণ্যের এহেন মূল্যবৃদ্ধি যে গৃহস্থালীর যাবতীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দেবে অচিরেই, তাতে কোনও সন্দেহ নেই। আরও পড়ুন-Jammu & Kashmir: অনন্তনাগ, বন্দিপোরায় গুলির লড়াই, লস্করের ২ জঙ্গিকে খতম করল বাহিনী

মহার্ঘ্য পেট্রোপণ্য

দিল্লিতে ৩০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। আজ লিটার প্রতি পেট্রোল সেখানে বিকোচ্ছে ১০৪ টাকা ৪৪ পয়সায়। ৩৫ পসা বেড়েছে ডিজেলের মূল্য রাজধানীতে এক লিটার ডিজেল কিনতে হলে খরচ পড়বে ৯৩ টাকা ১৭। বাণিজ্য নগরীতে এদিন ১১০ টাকা ৪১ পয়সায় এক লিটার পেট্রোল। ডিজেল লিটার প্রতি বিকোচ্ছে ১০১ টাকা তিন পয়সা। এখানে পেট্রোল লিটার প্রতি ২৯ পয়সা দাম বেড়েছে। ডিজেল বেড়েছে ৩৭ পয়সা।