প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ চোখের(Eyes) সমস্যা? চশমা(Reading Glasses) ছাড়া এক মুহূর্ত চলে না? তাহলে আপনার জন্য সুখবর। এ বার বাজারে আসতে চলেছে এমন এক আই ড্রপ(Eye Drop) যা ব্যবহার করলে ৪০ বছরের পর আর চশমার প্রয়োজন পড়বে না। এই নতুন আইড্রপের নাম প্রেসভু (PresVu)।চলতি সপ্তাহতেই এই বিশেষ আই ড্রপে ছাড়পত্র দিয়েছে ড্রাগ রেগুলেটরি এজেন্সি অর্থাৎ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া Drug Controller General of India। জানা গিয়েছে, এই বিশেষ আই ড্রপ তৈরি করেছে মুম্বইয়ের(Mumbai) 'এনটোড ফার্মাসিটিউকাল(Entod Pharmaceuticals)' সংস্থা। এটিই ভারতের প্রথম আই ড্রপ যা ৪০ বছরের পর চশমা থেকে মুক্তি দেবে। প্রেসবায়োপিয়া হল এক ধরনের সমস্যা যার ফলে ৪০ বছরের পর মানুষের দৃষ্টি ক্রমশ কমে আসতে থাকে। মূলত এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দেবে এই নতুন আই ড্রপ। প্রস্তুতকারক সংস্থার 'এনটোড ফার্মাসিটিউকাল'-এর তরফে জানানো হয়েছে এই আই ড্রপে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড ডায়নামিক বাফার টেকনোলজি, যা চোখের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এ ছাড়া এই আই ড্রপের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও জানানো হয়েছে।

বাজারে আসছে নতুন আই ড্রপ