হরিয়ানার আম্বালায় রাফাল যুদ্ধবিমানে চড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি মুর্মু হলেন দেশের প্রথম রাষ্ট্রপতি যিনি দু'টি যুদ্ধবিমানে চড়লেন। এর আগে ২০২৩ সালে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান চড়েন রাষ্ট্রপতি মুর্মু। ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংও অন্য একটি বিমানে উড়েছেন। রাষ্ট্রপতি যে বিমানে ছিলেন, সেই বিমানের পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন অমিত গেহানি। তিনি ভারতীয় বিমান বাহিনীর ১৭ নম্বর স্কোয়াড্রন, "গোল্ডেন অ্যারোস"-এর কমান্ডিং অফিসার (সিও)ও। এদিন সকালে আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।
রাফাল যুদ্ধ বিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-
President Droupadi Murmu took a sortie in a Rafale aircraft at Air Force Station, Ambala, Haryana. She is the first President of India to take sortie in two fighter aircrafts of the Indian Air Force. Earlier, she took a sortie in Sukhoi 30 MKI in 2023. pic.twitter.com/Rvj1ebaCou
— President of India (@rashtrapatibhvn) October 29, 2025
রাফাল বিমানে নিজের সফর শেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গে ছবি তোলেন যাকে পাকিস্তানি মিডিয়া মিথ্যাভাবে 'যুদ্ধ বন্দী' বলে দাবি করেছিল। রাষ্ট্রপতির অন্য সমস্ত ছবির মধ্যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সাথে ছবি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনিও দেখে নিন সেই ছবি-
স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গে ছবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঃ-
Talk about breaking glass ceilings?
President Droupadi Murmu, the Supreme Commander of the Armed Forces, took to the skies in a Rafale fighter jet, with none other than Sqn Ldr Shivangi Singh — the same officer whom Pakistani media and influencers falsely claimed was “captured”… pic.twitter.com/WaryJNDjkk
— Amit Malviya (@amitmalviya) October 29, 2025
ভারতের অপারেশন সিন্দুরের সময়, পাকিস্তানি মিডিয়া এবং প্রভাবশালীরা মিথ্যা দাবি করেছিল যে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর বিমানটি গুলি করে মাটিতে নামানো হয়েছে এবং তাকে যুদ্ধবন্দী হিসেবে বন্দী করা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর পাইলটের সঙ্গে রাষ্ট্রপতি মুর্মুর ছবি শেয়ার করে, বিজেপি নেতা অমিত মালব্য এই মিথ্যা প্রচারকে উড়িয়ে দিয়েছেন।