লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্থাপিত একটি প্রস্তাবের প্রেক্ষিতে মনিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ (President's Rule In Manipur) আরো ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে । এই সম্প্রসারণ ১৩ই অগাস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।সংসদে অনুমোদিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-  সংসদ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাষ্ট্রপতির দ্বারা সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদের অধীনে মনিপুরের জন্য জারি করা ঘোষণা আরও ছয় মাসের জন্য অর্থাৎ ১৩ ই আগস্ট 2020 থেকে কার্যকর রাখার অনুমোদন জানিয়েছে।

২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (Manipur CM N Biren Singh) পদত্যাগ করেন। তার পরে ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। যদিও ৬০ সদস্য বিশিষ্ট বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবুও নতুন নেতা নির্বাচনে ব্যর্থ হয় বিজেপি। ফলে ১৩ ফেব্রুয়ারি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

মনিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি

মণিপুরে দীর্ঘস্থায়ী জাতিগত হিংস্রতা ও প্রশাসনিক অচলাবস্থার পর প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। বর্তমান সময়ে মণিপুরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনা পূর্ণ রয়েছে এবং মীমাংসা ও শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার এই সময়কালে কেন্দ্রীয় সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার এবং পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচন করানোর চিন্তাভাবনা করছে, কিন্তু এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন বাড়ানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সরকারি সূত্রের মতে, এখনও পর্যন্ত মণিপুর বিধানসভা (Manipur CM Biren Singh’s government) ভেঙে দেওয়া হবে কি না, এই নিয়ে এখনও নিশ্চিত ভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী,  রাষ্ট্রপতি শাসনের সময়ে বিধানসভা স্থগিত রাখা যায়। তবে সবাই যদি একজোট হয়, তাহলে বিনা ভোটে পুনরায় সরকার গঠন করতে পারে। তা না হলে বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দেওয়া বাধ্যতামূলক হয়। এই সঙ্কটময় পরিস্থিতি কেন্দ্রীয় সরকার এড়াতে চাইছে বলে রাজ্যের রাজনীতিক মহলের ধারণা।