নতুন দিল্লি, ২ অক্টোবর: আজ গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti) এবং লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তী (Lal Bahadur Shastri Jayanti)। এই দিনটির উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovibnd) দুই মহান নেতাদের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানান। আজ টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির জনক মহাত্মা গান্ধীর উক্তি উল্লেখ করে লেখেন,"সত্য, অহিংসা ও ভালবাসা সমাজে সম্প্রীতি ঘটায় এবং বিশ্ব কল্যাণের পথ সুগম করে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে টুইট করে লেখেন,"তাঁর জীবন এবং চন্তাভবনা থেকে আমাদের সত্যিই অনেক কিছুই শেখার আছে। তাঁর চিন্তাভাবনা আমাদের একটি সমৃদ্ধ ও মমতাময়ী ভারত গড়ে তুলতে পথ দেখাবে।" কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আজকের বিশেষ দিনটিতে গান্ধীজিকে স্মরণ করে টুইট করেন। তিনি লেখেন-"আমি পৃথিবীতে কাউকে ভয় পাব না। কারোর অন্যায়ের সামনে যেন না ঝুঁকতে হয়। আমি যেন অসত্যকে হারিয়ে সত্যের জয় আনতে পারি। অসত্যের বিরোধিতা করতে গিয়ে সমস্ত কষ্ট যেন সহ্য করতে পারি।.....গান্ধী জয়ন্তীর শুভকামনা।" পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রী জন্মবার্ষিকী উপলক্ষেও টুইট করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। আরও পড়ুন, গান্ধি জয়ন্তীর বিশেষ শুভেচ্ছাপত্র, ছবি, ওয়ালপেপারগুলি পাঠিয়ে শ্রদ্ধা জানান জাতির জনককে
गांधी जयंती के दिन, कृतज्ञ राष्ट्र की ओर से राष्ट्रपिता महात्मा गांधी को श्रद्धा-सुमन अर्पित करता हूं। सत्य, अहिंसा और प्रेम का उनका संदेश समाज में समरसता और सौहार्द का संचार करके समस्त विश्व के कल्याण का मार्ग प्रशस्त करता है। वे संपूर्ण मानवता के प्रेरणा-स्रोत बने हुए हैं।
— President of India (@rashtrapatibhvn) October 2, 2020
We bow to beloved Bapu on Gandhi Jayanti.
There is much to learn from his life and noble thoughts.
May Bapu’s ideals keep guiding us in creating a prosperous and compassionate India. pic.twitter.com/wCe4DkU9aI
— Narendra Modi (@narendramodi) October 2, 2020
‘मैं दुनिया में किसी से नहीं डरूंगा... मैं किसी के अन्याय के समक्ष झुकूं नहीं, मैं असत्य को सत्य से जीतूं और असत्य का विरोध करते हुए मैं सभी कष्टों को सह सकूं।’
गाँधी जयंती की शुभकामनाएँ।#GandhiJayanti
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2020
Lal Bahadur Shastri Ji was humble and firm.
He epitomised simplicity and lived for the welfare of our nation.
We remember him on his Jayanti with a deep sense of gratitude for everything he has done for India. pic.twitter.com/bTV6886crz
— Narendra Modi (@narendramodi) October 2, 2020
প্রতি বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হয়। এটি ভারতের অন্যতম একটি জাতীয় সরকারি ছুটির দিন, এই দিনটি ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যথাযথ মর্যাদায় পালিত হয়।। সারা ভারত জুড়ে প্রার্থনা এবং শ্রদ্ধার মাধ্যমে গান্ধি জয়ন্তী পালিত হয়। বিশেষ করে নতুন দিল্লির রাজঘাটে, গান্ধির স্মৃতিস্তম্ভে, যেখানে তাঁকে দাহ করা হয়েছিল, সেখানে সকলে শ্রদ্ধা অর্পণ করে।