President Election 2022: ২৭ জুন মনোনয়ন জমা দেবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা, ২৫ তারিখে দ্রৌপদী মুর্মু
Yashwant Sinha And Droupadi Murmu (Photo: Twitter)

নতুন দিল্লি, ২২ জুন: আগামী ২৭ জুন মনোনয়ন (Nomination) জমা দেবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। বেলা সাড়ে ১১টায় তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৭টি বিরোধী দল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে সর্বসম্মত প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এদিকে সূত্রের খবর, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) মনোনয়ন জমা দেবেন ২৫ জুন।

রাষ্ট্রপতি নির্বাচনের (President Election 2022) জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুন। ভোটগ্রহণ হবে ১৮ জুলাই এবং ২১ জুলাই ভোট গণনা হবে। আরও পড়ুন: Z+ Security For Draupadi Murmu: আজ থেকেই দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যশবন্ত সিনহা বলেন, এখন এমন একটি সময় এসেছে, যখন বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করার জন্য বৃহত্তর জাতীয় উদ্দেশ্যে দল থেকে দূরে সরে যেতে হবে। তিনি লেখেন, "তৃণমূলে আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ। এখন একটি সময় এসেছে যখন একটি বৃহত্তর জাতীয় উদ্দেশ্যের জন্য আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে তিনি এতে সম্মতি দেবেন।"