![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/40-202.jpg?width=380&height=214)
প্রয়াগরাজ, ৯ ফেব্রুয়ারিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর এবার মহাকুম্ভ স্নানে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ৫ ফেব্রুয়ারি কড়া নিরাপত্তার মড়কে মহাকুম্ভে (Mahakumbh 2025) পুণ্যস্নান সেরেছেন মোদী। এবার কুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন রাষ্ট্রপতি মুর্মু।
আগামীকাল সোমবার প্রয়াগরাজ (Prayagraj) সফরে যাবেন রাষ্ট্রপতি। আট ঘণ্টার সফরে ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) পুণ্যস্নান ছাড়াও আরও কিছু কর্মসূচি রয়েছে রাষ্ট্র প্রধানের। প্রয়াগরাজের আরও দুই জনপ্রিয় তীর্থস্থান ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে মুর্মুর। রাষ্ট্রপতির কর্মসূচি সম্পর্কে জানা গিয়েছে, অক্ষয়বট (Akshayavat) এবং বড় হনুমান মন্দিরে (Bade Hanuman Temple) দর্শনে যাবেন তিনি। রাষ্ট্রপতিকে এদিন সঙ্গ দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু প্রথম রাষ্ট্রপতি নন যিনি মহাকুম্ভ যাচ্ছেন, দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদও মহাকুম্ভমে পবিত্র স্নান সেরেছিলেন।
রাষ্ট্রপতির সফর ঘিরে জোরদার করা হয়েছে প্রয়াগরাজের নিরাপত্তা। যার জেরে আজ রবিবার প্রয়াগে ভিড়ের মাত্রা কয়েক গুন বেড়ে গিয়েছে। সঙ্গম যাওয়ার পথে রাস্তা জুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে শয়ে শয়ে গাড়ি। চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সঙ্গমে পৌঁছনোর রাস্তায়। তীর্থযাত্রীদের যান চলাচলের জন্য পুলিশ ব্যারিকেড স্থাপন করে। ভিড়ের মাত্রা এতই বেড়ে গিয়েছে যে, সাময়িক সময়ের জন্যে বন্ধ করে রাখা হয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন।