তবলার জাদুকর জাকির হোসেন (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রয়াত উস্তাদ জাকির হোসেন(Zakir Hussain )। আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন কিংবদন্তী । ৭৩ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী তবলা-শিল্পী। তবলা মায়েস্ত্রোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি(President of India) দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,"তবলা জাদুকর ওস্তাদ জাকির হোসেনের মৃত্যু সঙ্গীত জগতের জন্য এক বিরাট ক্ষতি। অসাধারণ সৃজনশীলতা এবং উদ্ভাবনশীলতার জন্য পরিচিত ছিলেন তিনি। সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করেছেন। ভারত ও পাশ্চাত্যের সঙ্গীত ঐতিহ্যের মধ্যে সেতুবন্ধন হয়েছিল তাঁরই হাত ধরে। আমার সৌভাগ্য যে আমি ওঁকে পদ্মবিভূষণ প্রদান করার সুযোগ পেয়েছিলাম। ওঁর পরিবারের সদস্যদের এবং অগণিত ভক্তদের গভীর সমবেদনা জানাই।" প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জগৎবিখ্যাত শিল্পী। গত কয়েকদিন ধরে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে। ভর্তি ছিলেন মার্কিন মুলুকের একটি হাসপাতালের আইসিইউতে। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বলা চলে। ক্রমে অবনতি হচ্ছিল রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যাই কেড়ে নেয় তবলার জাদুকরকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতজগতে।

প্রয়াত জাকির হোসেন, তবলার জাদুকরের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতির