Padma Awards 2025: চলতি বছর পদ্মপ্রাপকদের তালিকা প্রকাশ করা হল। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হল, এ বছর মোট ১৩৯ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে। পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে ৭ জনকে পদ্ম বিভূষণ, ১৯ জনকে পদ্ম ভূষণ আর ১১৯ জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। দেশের অসামরিক সম্মানের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার 'পদ্ম বিভূষণ' দেওয়া হচ্ছে মারুতি সুজকির প্রাক্তন প্রধান প্রয়াত ওসামু সুজকি-কে। পদ্মভূষণ প্রাপকদের তালিকায় আছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার, অলিম্পিক পদকজয়ী হকি তারকা পিআর শ্রীজেশ। মিস্টার ইন্ডিয়া, ব্যান্ডেট কুইনের মত সিনেমার পরিচালক শেখর কাপুরকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে। বিহারের বিখ্যাত রাজনীতিবিদ তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, জনপ্রিয় গায়ক পঙ্কজ উদাস-কে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে।
বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে থাকা বাঙালি গায়ক অরিজিৎ সিংকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। বাঙলার বিখ্যাত অভিনেত্রী মমতা শঙ্করেরও নাম আছে পদ্মশ্রী প্রাপকের তালিকায়।
শিল্প, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান, ইঞ্জিনায়িরিং, বাণিজ্য, শিল্প, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া এবং সিভিল সার্ভিসের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়৷
পদ্ম বিভূষণ প্রাপকরা (৭ জন): Padma Vibhushan
ধুববুর নাগেশ্বর রেড্ডি (চিকিতসা ক্ষেত্র, তেলঙ্গানা), অবসরপ্রাপ্ত বিচারপতি জগদীশ সিং খেহার (জনস্বার্থ), কুমুদিনী রজনীকান্ত লাখিয়া (শিল্পকলা), লক্ষীনারায়ন সুব্রহ্মনিয়াম (শিল্পকলা), এমটি বাসুদেবন নায়ার (মরণোত্তর/সাহিত্য),ওসামু সুজুকি (মরণোত্তর, বানিজ্য), শ্রদ্ধা সিনহা (মরণোত্তর/শিল্পকলা)।
পদ্ম ভূষণ প্রাপকরা (১৯ জন): Padma Bhushan
সূর্য প্রকাশ (সাহিত্য ও শিক্ষা, কর্ণাটক), অন্তত নাগ শিল্পকলা, কর্ণাটক), বিবেক দেবরয় (মরণোত্তর), যতীন গোস্বামী (শিল্প কলা, অসম), হোসে চাকো পেরিয়াপুরাম (চিকিতসা শাস্ত্র), কৈলাশ নাথ দিক্ষীত (আর্কিওলজি, দিল্লি), শ্রী মনোহর যোশী (মরণোত্তোর, মহারাষ্ট্র,), নালি চেট্টি (বানিজ্য, তামিলনাড়ু), পি আর শ্রীজেশ (খেলা, হকি, কেরলা), পঙ্কজ প্যাটেল, পঙ্কজ উদাস (মরণোত্তর, গায়ক), অজিত কুমার (অভিনেতা), শেখর কাপুর (পরিচালক), শোবানা চন্দ্রকুমার (অভিনেত্রী, তামিলনাড়ু), সুশীল কুমার মোদী (মরণোত্তর, রাজনীতিবিদ), বিনোদ দাম (বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং)
পদ্মশ্রী জয়ীরা (১১৩ জন): Padma Shri Awards
এবার পদ্মশ্রী পেতে চলেছেন ব্রাজিলের আধ্যাত্মিক গুরু তথা বেদান্ত দার্শনিক জোনাস ম্যাসেত্তি। কুয়েতের যোগ বিশেষজ্ঞ এ জে এ আই সাবাও এবার পদ্মশ্রী পাচ্ছেন। পদ্মশ্রীর প্রাপকদের তালিকায় আছেন-ট্র্যাভেল ব্লগার দম্পতি তথা ভারতীয় প্রাচীন ঐতিহ্য বিষয়ক লেখক হিউ এবং কলিন গ্যান্টজার।
পাশাপুাশি পদ্মশ্রী পাচ্ছেন আধ্যাত্মিক সঙ্গীতের গায়ক ভেরু সিং চৌহান, সাংবাদিক ভীম সিং ভবেশ, ঔপন্যাসিক জগদীশ যোশিলা, সার্ভিক্যাল ক্যানসার বিশেষজ্ঞ নীরজ ভাটলা।