ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাস্তার (Road) অবস্থা বেহাল। বৃষ্টির (Rain) জন্য রাস্তায় একহাঁটু কাদা। আর তাতেই আটকে গেল অ্যাম্বুলেন্স (Ambulance)। গর্ভবতী মহিলাকে নিয়ে পায়ে হেটেই ১০ কিলোমিটার রাস্তা পাড় করল পরিবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। আর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে জড়াল ওড়িশা সরকার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভোজগুরা জেলায়। এদিন সকাল থেকেই প্রসব যন্ত্রণা অনুভব করেন সুনাই ভোজ নামে এক মহিলা। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

কাদা ভরা রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, অন্তঃসত্ত্বাকে নিয়ে পায়ে হেঁটে হাসপাতালে পরিবার

খবর দেওয়া হয় খাইরাপেট কমিউনিটি সেন্টারে। সেখান থেকে অ্যাম্বুলেন্স পাঠালেও বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেনি সেই অ্যাম্বুলেন্স। পথে কাদায় আটকে যায় অ্যাম্বুলেন্সটি। এরপরই কাদা ভর্তি রাস্তা পায়ে হেঁটে পাড় করে ওই মহিলাকে অ্যাম্বুলেন্স পরজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। বাসের মধ্যে চেয়ার বেঁধে তাতে বসিয়ে ওই অন্তঃসত্ত্বাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রায় ১০ কিলোমিটার রাস্তা এভাবেই পাড় করেন তাঁর বাড়ির লোক। সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন মহলে নিন্দের ঝড়। বিজেপিশাসিত ওড়িশার রাস্তাঘাটের অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।

পায়ে হেঁটে ১০ কিলোমিটার রাস্তা পাড় করে অন্তঃসত্ত্বাকে নিয়ে হাসপাতালে পৌঁছল পরিবার