![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/maha-kumbh.jpg?width=380&height=214)
জনসমাগমের আগের সব রেকর্ড দিল এবার প্রয়াগরাজের মহাকুম্ভ (Maha Kumbh)। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রয়াগরাজের মহাকুম্ভে এখনও পর্যন্ত ৫০ কোটি মানুষ পূণ্যস্নান সেরে ফেলেছেন। উত্তর প্রদেশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজের মহাকুম্ভে মোট ৫০ কোটি মানুষ স্নান করেছেন। গত বুধবার মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে ২ কোটিরও বেশী মানুষ পূণ্যস্নান করেন। পৌষ সংক্রান্তিতে মহাকুম্ভতে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন সাড়ে ৩ কোটি মানুষ।
এত জনসমাগম এর আগে কখনও কোথাও হয়নি!
ইউপি সরকারের দাবি, এর আগে মানব সভ্যতার ইতিহাসে কোনও ধর্মীয়, সাংস্কৃতিকা বা কোনও সামাজিক অনুষ্ঠানে এত জনসমাগম হয়নি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। শুধু ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই বিদেশ থেকেও বহু মানুষ এবার মহাকুম্ভে সামিল হয়েছেন। আরও পড়ুন-প্রয়াগরাজের মহাকুম্ভে ফের বড় দুর্ঘটনা, এবার বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে হত ১০
মহাকুম্ভে মহারেকর্ড
since it began on January 13. This participation marks the largest congregation in human history for any… pic.twitter.com/2Wrf9VEUnv
— IndiaToday (@IndiaToday) February 15, 2025
মহাকুম্ভের স্নানের সংখ্যা বিশ্বের তৃতীয় 'জনবহুল দেশ'
মহাকুম্ভে যত মানুষ স্নান করেছেন তত জনসংখ্যা ভারত, চিন ছাড়া আর বিশ্বের কোনও দেশে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ দেশের বহু সেলেব্রিটি, সাধারণ মানুষ মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন।
ঘটনা-দুর্ঘটনার প্রয়াগরাজ
প্রতি ১৪৪ বছর অন্তর একবার মহাকুম্ভ হয়। তাই এবারের কুম্ভমেলা নিয়ে গোটা দেশ জুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। মোদী ও যোগী সরকার এবারের মহাকুম্ভকে স্মরণীয় করে তুলতে রেকর্ড অর্থ খরচ করেছে। এবারের মহাকুম্ভ নিয়ে উন্মাদনার মাঝে পদপিষ্টের ঘটনা গোটা বিশ্বকে চমকে দেয়। মহাকুম্ভকে সফল করতে যোগী আদিত্যনাথ সরকার সবরকমভাবে চেষ্টা করেছে। কিন্তু প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনায় প্রশাসনিক গাফলতির অভিযোগও উঠেছে।