Photo Credit ANI

নতুন সংসদভবন নিয়ে অসন্তোষের কথা জানালেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তাঁর অভিযোগ পুরোপুরি এয়ারকন্ডিশনড সাংসদ হওয়ার কারণে স্বাভাবিকভাবে আসা হওয়া বাধাপ্রাপ্ত হয়েছে যা অনেকেরই সমস্যার সৃষ্টি করছে।

এছাড়া তিনি জানান," ভারতের মতন দেশে পুরোপুরো সংসদভবনকে এয়ারকন্ডিশনড করা যথাযথ নয় এবং অবৈজ্ঞানিক।পুরনো সংসদ ভবনে একটি লবি এবং সেন্ট্রাল হল ছিল।নতুন বিল্ডিংয়ে এয়ার সার্কুলেশনের ক্ষেত্রে সমস্যা রয়েছে।১৩ ঘন্টা আমি সংসদভবনে উপস্থিত ছিলাম এবং সেখানকার পরিস্থিতি অস্বস্তিকর।ডেস্ক এবং চেয়ারের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। ব্যাক সাপোর্ট আরামদায়ক নয়। প্রধানমন্ত্রী আমেরিকার দ্বারা একটু বেশি অনুপ্রাণিত হয়েছেন। তাই তিনি একে একটি সেভেন স্টার হোটেলের মতন বানিয়েছেন। খোলামেলার বিষয়টি যা আগের সংসদ ভবনে ছিল তা অনেকটা বৈজ্ঞানিক, বাস্তবসম্মত এবং স্বাস্থ্যের জন্যও ভাল।বিল্ডিংটি তৈরি করতে খুব তাড়াতাড়ি করা হয়েছে। আমি এমন ৫০ জন সাংসদকে জানি যারা এই এয়ার কন্ডিশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।"

সংসদে বিশেষ অধিবেশন শুরু হওয়ার পরই নতুন ভবনে প্রবেশ করেন সাংসদরা। সংবিধানে প্রতিলিপি হাতে নিয়ে সংসদভবনে ঢুকতে দেখা যায় অনেক সাংসদকে। নতুন সাংসদ ভবনে পাশ হয় নারীদের জন্য সংরক্ষনের বিল।