প্রকাশ কারাট (ছবিঃX)

নয়াদিল্লিঃ সিপিএমের(CPIM) কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর(Polit Bureau) অন্তর্বর্তীকালীন কো-অর্ডিনেটরের(Coordinator ) দায়িত্ব দেওয়া হল প্রকাশ কারাটকে(Prakash Karat)। কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সিপিএমের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়। দলের তরফে আরও জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল মাসে ২৪ তম পার্টি কংগ্রেস বসবে মাদুরাইতে(Madurai)। সেখানেই পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ততদিন পর্যন্ত ন্ত কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকবেন প্রকাশ কারাট। প্রসঙ্গত, চলতি মাসেই চলে গিয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্ষীয়ান নেতার মৃত্যুর পর থেকে ফাঁকাই রয়েছে সাধারণ সম্পাদকের পদ। এই পদে কে দায়িত্ব ভার গ্রহণ করবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল। কিন্তু সে পদ আপাতত ফাঁকা রাখারই সিদ্ধান্ত নিল সিপিএম। পরের বছর মাদুরাইতে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। অন্যদিকে রবিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সীতারাম ইয়েচুরির স্মরণসভার সভাপতিত্ব করেন কারাট। সতীর্থ ইয়েচুরির সঙ্গে কাটানো সব মুহূর্তের কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে কারাটের। শোকপ্রস্তাব পাঠের সময় কান্নায় ভেঙে পড়েন বৃন্দা কারাট।

সিপিএমের অন্তর্বর্তীকালীন কো-অর্ডিনেটরের দায়িত্ব ভার পেলেন প্রকাশ কারাট