বেঙ্গালুরুঃ দেশে ফেরার আগেই জামিনের আবেদন করেছিলেন। খবর ছল ৩০ শে মে মিউনিখ (Munich) থেকে বেঙ্গালুরুগামী বিমানে উঠবেন তিনি। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেই খবর ছিল সিট (SIT) সূত্রে। অবশেষে গ্রেফতার বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্বল রেভান্না (Prajwal Revanna)। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। একটি সেক্স টেপও ফাঁস হয়। বাড়ির পরিচারিকাদের যৌন নিগ্রহ করতেন বলেও অভিযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে হাসান কেন্দ্রের বিদায়ী সাংসদের বিরুদ্ধে। এ বারও লোকসভা নির্বাচনে হাসান কেন্দ্র থেকে লড়ছেন তিনি। যদিও জেডিএস দল তাঁকে সাসপেন্ড করেছে। তাঁর গ্রেফতারির দাবী উঠতেই ডিপ্লোমাটিক পাসপোর্টের সাহায্যে মিউনিখে চলে যান প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্বল।
Karnataka | Suspended JD(S) leader Prajwal Revanna, who is facing sexual abuse charges was arrested by SIT at Bengaluru's Kempegowda International Airport.
(Screengrabs from a viral video) pic.twitter.com/A8KcRjtoLu
— ANI (@ANI) May 30, 2024
;বেশ কিছুদিন ধরেই তাঁকে দেশে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছিল কর্ণাটক সরকার। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারির পরোয়ানাও। এমনকি তাঁর ডিপ্লোমাটিক পাসপোর্ট বাতিলের জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদনও করা হয়। জারি হয় ব্লু কর্নার নোটিশ। এই আবহে দিন দুয়েক আগে তিনি জানান, ৩১ শে মে দেশে ফিরে তদন্তকারী দলের কাছে হাজিরা দেবেন তিনি। সেই মতোই প্রস্তুত ছিল তদন্তকারী দল সিট। বৃহস্পতিবার মধ্যরাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় তাঁর বিমান। সেখান থেকেই গ্রেফতার করা হয় বিদায়ী সাংসদকে। প্রসঙ্গত, তাঁর বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধেও বাবা-ছেলে মিলে পরিচারকাকে ধর্ষণ, অপহরণ সহ একাধিক অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করে কর্ণাটক পুলিশ। গত সপ্তাহে জামিন পান তিনি।