Photo Credit X

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ সিং প্যাটেল এবাবের নির্বাচনে নরসিংহপুর থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এই বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তিনি জানান, ছিন্দওয়াড়া থেকে একটি আসনও নিতে পারবে না কংগ্রেস, গ্রান্ড ওল্ড পার্টির দুর্নীতির লঙ্কা এখানেই শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি আরও দুজন আরও কেন্দ্রীয় মন্ত্রী এই নির্বাচনে দাঁড়াবেন বলে জানা গেছে। বিজেপির তরফে নেওয়া এই সিদ্দান্তকে স্বাগত জানিয়েছেন প্রহ্লাদ সিং প্যাটেল এবং এই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা তাঁর কাছে প্রথম তাও জানান তিনি।

মধ্যপ্রদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৯ টি প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ভোপালে প্রধানমন্ত্রীর জনসভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। তালিকায় রয়েছে চারজন এমপি এবং তিনজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম।

প্রহ্লাদ সিং প্যাটেল ছাড়াও দামিনি থেকে দাঁড়াবেন নরেন্দ্র সিং তোমার, রাকেশ সিং দাঁড়াবেন পশ্চিম জব্বলপুর থেকে। নিবাস থেকে দাড়াবেন ফাগুুন সিং কুলাস্তে,  ইন্দোর ১ থেকে দাঁড়াবেন কৈলাস বিজয়বর্গীয়।

অগাস্টের ১৭ তারিখে বিজেপির মধ্যপ্রদেশ নির্বাচনের প্রথম তালিকা বের করেছিল। যএকানে ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল।