জারি উদ্ধারকার্য (ছবিঃANI)

নয়াদিল্লিঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান (Under Construction)মন্দিরের বিশাল আকারের সিমেন্টের স্ল্যাব তার নীচে চাপা পড়ে আহত কমপক্ষে ১৭ জন শ্রমিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) কোরাডির মহালক্ষ্মী জগদম্বা দেবস্থানে সম্প্রতি নাগপুর মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির অধীনে এই মন্দির নির্মাণের কাজ চলছিল সেখানেই সিমেন্টের স্ল্যাব ভেঙে এই বিপত্তি

নাগপুরের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, জখম ১৭

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি সিমেন্টের স্ল্যাব তার নীচে চাঁপা পড়েন বহু শ্রমিক সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের মধ্যে জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ জাতীয় বিপর্যয় রক্ষী বাহিনী মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকার্য ধ্বংসস্তূপে কেউ আটকে রয়েছে কিনা তা জানতে ব্যবহার করা হয় গোয়েন্দা কুকুর রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও জারি উদ্ধারকাজ মেশিন এনে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ

 হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ মন্দিরের সিমেন্টের স্ল্যাব, জখম কমপক্ষে ১৭ জন শ্রমিক

চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ