পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে (State Funeral of Pope Francis) যোগ দিতে ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)।তাঁর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু; সংখ্যালঘু বিষয়ক ও মৎস্য, পশুপালন ও দুগ্ধায়ন প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান এবং গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার জশুয়া ডি সুজা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ২৬ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ভ্যাটিকান সিটি (Vatican City ) -তে যাবেন।রাষ্ট্রপতি ভারতের জনগণ এবং সরকারের পক্ষ থেকেও শোক প্রকাশ করবেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে-“২৫ এপ্রিল, রাষ্ট্রপতি ভ্যাটিকান সিটির সেন্ট পিটারের ব্যাসিলিকায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পবিত্র পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর ২৬ এপ্রিল, রাষ্ট্রপতি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পবিত্র পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন, যেখানে বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন”
"President Droupadi Murmu departs for Vatican City to attend the State Funeral of Pope Francis. She is accompanied by Union Minister for Parliamentary Affairs and Minority Affairs, Kiren Rijiju; Minister of State for Minority Affairs and Fisheries, Animal Husbandry and Dairying,… pic.twitter.com/VJUwHt5YTR
— ANI (@ANI) April 25, 2025
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কারা উপস্থিত থাকবেন?
বৃহস্পতিবার ভ্যাটিকান জানিয়েছে যে কমপক্ষে ১৩০ জন বিদেশী প্রতিনিধি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন, যার মধ্যে ৫০ জন রাষ্ট্রপ্রধান এবং ১০ জন শাসক রাজা রয়েছেন। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার এবং বিদায়ী চ্যান্সেলর ওলাফ স্কোলজ, রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুবিমোভা এবং রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা।