পুজা পান্ডে( (Photo Credits: Twitter)

২৯মে,২০১৯: ফের বিতর্কে হিন্দু মহাসভা (Hindu Mahasabha)নেত্রী পুজা পান্ডে। পরীক্ষায় ভাল ফল করায় ছাত্রছাত্রীদের তিনি ছুরি উপহার দিলেন। যাদের তিনি এই উপহার দিয়েছেন তারা সকলেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রী। হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সাভারকারের(Vinayak Damodar Savar) জন্মদিবস উপলক্ষ্যে তিনি এবং তাঁর দলের সদস্যরা ছাত্রছাত্রীদের এই উপহার দেন। এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আবার সাফাই গেয়েছেন নেত্রী। তিনি বলেছেন ছাত্রছাত্রীদের আত্মরক্ষার্থেই এই ছুরি উপহার দিয়েছেন িতনি। শুধু ছুরি নয় তার সঙ্গে গীতাও উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পুজার দাবি নিজের এবং পরিবারের রক্ষার জন্যই তিনি ছাত্রছাত্রীদের ছুরি উপহার হিসেবে দিয়েছেন। মেয়েদের আত্মরক্ষার জন্যেও ছুরির প্রয়োজন বলে জানিয়েছেন গত জানুয়ারিতে গান্ধীজির মৃত্যু দিবসের দিন গান্ধীজির ছবিতে গুলি চালিয়ে বিতর্ক তৈরি করেছিলেন িহন্দু মহাসভার এই নেত্রী। সেদিনই নাথুরাম গডসের গলায় মালা পরিয়ে তাঁকে পুজো করেছিেলন। এই ঘটনার পরেই আলিগড় থেকে গ্রেপ্তার করা হয় পুজা পাণ্ডে (Pooja Pandey)এবং তাঁর স্বামী অশোক পাণ্ডেকে।