Pooja Pal On Yogi Adityanath (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৪ অগাস্ট: প্রকাশ্যে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের প্রশংসা করায় দল থেকে বিতাড়িত করা হল বিধায়ক পূজা পালকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন পূজা (Pooja Pal)। তিনি বলেন, বাহুবলী, মাফিয়া আতিক আহমেদের হাতে যাঁরা পীড়িত হন, তাঁদের ন্যায় বিচার দিয়েছে যোগী সরকার। আতিক আহমেদকে শাস্তি দিয়ে প্রয়াগরাজের (Prayagraj)  সেই সমস্ত মহিলাদের প্রত্যেককে ন্যায় বিচার দিয়েছেন আদিত্যনাথ, যাঁদের সিঁথির সিদূঁর মুছে যায়। যাঁদের কোল খালি হয়ে যায়। তাই যোগী আদিত্যনাথ সরকারকে ধন্যবাদ বলে জানান পূজা পাল।

উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির বিধায়ক পূজা পাল যখন আদিত্যনাথের প্রশংসা করেন, তা দেখে অনেকেই অবাক হন। এরপরই সমাজবাদী পার্টি থেকে বের করে দেওয়া হয় পূজা পালকে।

তবে দল থেকে বহিষ্কার করলেও, তিনি থামবেন না। যোগী সরকার প্রয়াগরাজের সেই সমস্ত মহিলাদের ন্যায় বিচার দিয়েছেন, যাঁরা পরিবারের প্রিয়জনকে মাফিয়া আতিক আহমেদের হাতে খুন হতে হয়।

যোগী আদিত্যনাথ যেভাবে দুষ্কৃতী, বাহুবলীদের বিরুদ্ধে জ়িরো টলারেন্স মনোভাব নিয়েছেন এবং তাদের দমন করেছেন কড়া হাতে, তার প্রশংসা করেন পূজা পাল।

প্রসঙ্গত রাজু পালকে হত্যা করে উত্তরপ্রদেশের কুখ্যাত মাফিয়া আতিক আহমেদ। বিয়ের ৯ দিনের মাথায় রাজু পালকে খুন করে আতিক। ফলে বিয়ের ৯ দিনের মাথায় বিধবা হন পূজা। সেই থেকে তাঁর লড়াই শুরু হয়।

শুনুন উত্তরপ্রদেশে বিধানসভায় দাঁড়িয়ে কী বলেন পূজা পাল...

 

দল থেকে বহিষ্কৃত হয়েও মুখ বন্ধ করেননি পূজা পাল...

 

পূজা বলেন, তিনি অত্যন্ত গরীব পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর সিঁথি থেকে সিদূঁর মুছে দেয় মাফিয়া আতিক আহমেদ। তবে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর আতিক আহমেদকে সাজা দিয়েছেন। ফলে তিনি এবং তাঁর মত বহু মহিলা ন্যায় বিচার পেয়েছেন। ফলে যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন পূজা পাল। তারপরই সমাজবাদী পার্টি থেকে তাঁকে বহিষ্কার করা হয়।