Watch: কবিতার উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরির, রাগে বাড়িতে হামলা টিআরএস সমর্থকদের (দেখুন ভিডিও)

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) সমর্থকরা শুক্রবার নিজামবাদের বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরির হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের বাসভবনে হামলা চালায় এবং ভাংচুর চালায়। ঘটনার সময় বিজেপি সাংসদ নিজামবাদে ছিলেন। টিআরএস প্রধান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর কন্যা এমএলসি কবিতা কালাভকুন্তলা কে নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যের জন্য টি আর এস সমর্থকদের এই হামলা বলে ধারণা।

বিজেপি সাংসদের বাড়ির সামনে টিআরএস কর্মীদের বিক্ষোভ নিয়ে ধর্মপুরীর সাংসদ অরবিন্দ বলেছেন, " কে কবিতা, অহংকারবশত, টিআরএস গুন্ডাদের আমার বাসভবনে পাঠিয়েছিল এবং হট্টগোল সৃষ্টি করেছিল। তারা আসবাবপত্র ও ভগবানের মূর্তি নষ্ট করেছে, আমার ৭০ বছর বয়সী মায়ের সামনে গাড়ি ভাঙচুর করেছে। তিনি (কে কবিতা) জাতিগত অহংকার থেকে আমার বিরুদ্ধে অনেক অবমাননাকর বক্তব্য বলেছেন।