লখনউ, ২ ফেব্রুয়ারি: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া মেসেজ এল বিজেপে নেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে। ওই বিজেপি নেত্রী উত্তরপ্রদেশের এটাওয়ার বিধায়ক সরিতা ভাদৌরিয়া। শুধু মোদির নামই নয়, তাঁর হোয়াটসঅ্যাপে আসা একের পর এক যে মেসেজ রয়েছে আরএসএস ও বিজেপির প্রথম সারির নেতাদের খুনের হুমকি। সেই তালিকাতে রয়েছে খোদ সরিতা ভাদৌরিয়ার নাম। শনিবার রাতে এই হুমকি মেসেজগুলো পেয়েছেন বিজেপি বিধায়ক। মেসেজের মধ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর লোগো রয়েছে। এমনকী যে নম্বর থেকে হুমকি মেসেজগুলি এসেছে সেটির আইএসডি নম্বর +92। আর এই আইএসডি নম্বর প্রতিবেশী পাকিস্তানেরই। আরও পড়ুন-Farmers’ Protest: কয়েক স্তরের কাঁটাতারের বেড়া, কংক্রিটের ব্যারিকেড, বিক্ষুব্ধ কৃষকদের রুখতে উঠছে ড্রোন, সশস্ত্র বাহিনীর সতর্ক পাহারায় গাজিপুর সীমান্ত
এমন মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে গিয়েছে। সরিতা ভাদৌরিয়া এনিয়ে সাংবাদিকদের বলেছেন, “পাকিস্তানের +92 আইএসডি নম্বর থেকে আমাকে, প্রধানমন্ত্রীকে ও বিজেপি এবং আরএসএস নেতাদের খুনের হুমকি মেসেজ পেয়েছি। শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত মোট আটটি মেসেজ আমার হোয়াটসঅ্যাপে এসেছে। তবে এসব হুমকিতে আমি ভয় পাইনি। যে কোনও পরিস্থিতিতে এই হুমকির বিরুদ্ধে লড়ার জন্য তৈরি রয়েছি।” ইতিমধ্যেই খুনের হুমকির বিষয়টি এটাওয়া পুলিশকে জানিয়েছেন সরিতা ভাদৌরিয়া। ইতিমধ্যেই বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সরিতা ভাদৌরিয়ার বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই সঙ্গে পাকিস্তান থেকে হাসা হুমকি মেসেজের নাড়ি নক্ষত্র জানতে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। আরও পড়ুন-
এই প্রসঙ্গে এটাওয়া পুলিশের এসএসপি আকাশ তোমর বলেছেন, “বিজেপি বিধায়ক সরিতা ভাদৌরিয়াকে খুনের হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, সে খবর পেয়েছি। তনি ইিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি।”