নতুন দিল্লি, ২৮ জানুয়ারি: নিজের 'গোলি মারো' মন্তব্যের জেরে নিজেই ফাঁসলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur)। যারা সরকারি নির্দেশিকা মানবে না তাদের গুলি মারতে হবে। নির্বাচনী জনসভায় মন্ত্রী বলছেন একথা। ইতিমধ্যেই জনসভার ভিডিও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই খবর যে তাঁর জন্য শিরে সংক্রান্তি দশার মতো তা ভাল করেই জানেন অনুরাগ ঠাকুর। তাই বলেছেন, পুরো ভিডিও দেখে মন্তব্য করুন। আগামী আট ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। অনুরাগ ঠাকুর উত্তর-পশ্চিম দিল্লির রিথালা কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। তখনই তিনি বিতর্কিত স্লোগান দেন। “দেশ কো গদ্দারোঁ কো…”, জনতা স্লোগানের শেষাংশ বলছে, “গোলি মারো…”। তার মানে যারা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাদের গুলি করে দাও। মন্ত্রীর এই স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এখানে ‘দেশ কি গদ্দার’ বলতে নাগরিকত্ব আইনের বিরোধীদের বোঝানো হয়েছে। এর আগেও একাধিক বিজেপি নেতা নাগরিকত্ব আইনের বিরোধীদের গদ্দার বলে উল্লেখ করেছেন। জেএনইউ-তে ছাত্রদের ওপরে হামলার সময়েও ‘গোলি মারো’ স্লোগান শোনা গিয়েছিল। ওই হামলায় ৩৪ জন আহত হন। দিল্লির ৭০ টি বিধানসভা আসনের ফল প্রকাশিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি। এর আগে বিজেপির আর এক প্রার্থী কপিল মিশ্রকেও নাগরিকত্ব আইনের বিরোধীদের গদ্দার বলতে শোনা যায়। তিনি বলেন, এবার দিল্লি ভোটে ভারত-পাকিস্তানের মধ্যে লড়াই হবে। শাহিনবাগের ধর্নামঞ্চকে তিনি বলেন ‘মিনি পাকিস্তান’। তাঁকে ৪৮ ঘণ্টা ভাষণ দিতে নিষেধ করা হয়েছিল। অনুরাগ ঠাকুরের পরে পরেই সেই একই মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওই কেন্দ্রের প্রার্থী মণীশ চৌধুরি। আরও পড়ুন-Amit Shah On Delhi Election: 'দিল্লিকে বিশ্বের সেরা শহর বানাতে না পারলে আমার কান মুলে দেবেন', নির্বাচনী প্রচারে গিয়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Shocking: It was a local BJP leader from Delhi back then, its now a front line BJP leader and MoS Finance, Anurag Thakur who is leading the crowd to chant “Desh ke gaddaron ko, Goli maro salon ko”.
Such is the level of politics, ladies and gentlemen! pic.twitter.com/rXZ8M8m6lz
— Prashant Kumar (@scribe_prashant) January 27, 2020
উল্লেখ্য, অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী। আগামী শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ, তার আগে দেশের জিডিপি-র বিকাশের হার এখন উদ্বেগজনক হারে কম। বেকারত্ব গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে নজর থাকবে সকলের। এর মধ্যে অনুরাগ ঠাকুরের ওই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে জলঘোলা শুরু হয়েছে। নির্বাচন কমিশন অনুরাগ ঠাকুরের বক্তৃতার ভিডিওটি খতিয়ে দেখছে।