নয়াদিল্লি: শনিবার কর্নাটকে (Karnataka) কংগ্রেসের (Congress) কাছে বিপুল পরাজয়ের সঙ্গে সঙ্গে ওডিশার (Odisha) ঝাড়সুগদা বিধানসভার উপ-নির্বাচনে (Jharsuguda by-poll) রাজ্যের শাসকদল বিজেডির (BJD) কাছে হেরেছে বিজেপি (BJP)। বিকেলে ফল প্রকাশের পর দলের কর্মী-সমর্থদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডবল ইঞ্জিনের সরকার (double-engine government) স্লোগানটিকে কটাক্ষ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী (Odisha CM) ও বিজু জনতা দলের সভাপতি (Biju Janata Dal president) নবীন পট্টনায়েক (Naveen Patnaik )। অন্যদিকে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠার চেষ্টা তাঁরা ছাড়বেন না বলে মন্তব্য করেছেন। ভুলগুলো শুধরে আবার চেষ্টা করবেন বলেছেন।
ঝাড়সুগদায় প্রয়াত নব দাসের মেয়ে দিপালী দাস জেতার পর সমবেত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়েক বলেন, "সিঙ্গেল ইঞ্জিন (Single engine) না ডবল ইঞ্জিন সেটা গুরুত্বপূর্ণ (important) নয়, মানুষের জন্য গুরুত্বপূর্ণ শাসন প্রক্রিয়া (governance)। মানুষের স্বার্থে শাসন পরিচালনা (pro-people governance) সবসময় জেতে।"
Odisha | "Single engine or double engine is not important, governance is important for people, pro-people governance always wins," said Biju Janata Dal president & CM Naveen Patnaik while addressing party workers after the party's victory in Jharsuguda by-poll pic.twitter.com/RC5jrWSR7p
— ANI (@ANI) May 13, 2023
অন্যদিকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur) বলেন, "কর্নাটকে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, প্রচণ্ড খেটেছিলাম আমরা। আমাদের সরকার কর্নাটকে প্রচুর কাজ করেছে। কর্নাটক সবথেকে বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (largest foreign direct investment) পেয়েছে। আমাদের শাসনকালে উন্নয়ন (Development) কর্নাটকের আকাশে রকেটের (skyrocketed) মতো উঠছিল। কিন্তু, গণতন্ত্রে কর্নাটকের মানুষ যা সিদ্ধান্ত দিয়েছেন আমরা তা গ্রহণ করেছি। আমরা আমাদের ভুলগুলো (mistakes) খুঁজে বের করে সেগুলো ঠিক করার চেষ্টা করব।" আরও পড়ুন: Priyanka Gandhi On Rahul Gandhi: 'ভবিষ্যতে কী হবে তা মানুষই বলে দেবে', ভিডিয়োতে দেখুন রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য
#WATCH | We tried our best to make the double-engine government in Karnataka, we worked very hard. Our government did a lot of work in Karnataka. Karnataka received the largest foreign direct investment. Development skyrocketed in Karnataka under our governance. But in a… pic.twitter.com/4RHS8c0OX3
— ANI (@ANI) May 13, 2023