খাম্মাম: তেলাঙ্গানার (Telangana) খাম্মামের (Khammam) সভা থেকে কংগ্রেস (Congress) ও রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতিকে (BRS) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ (Union Home Minister Amit Shah)। কংগ্রেসকে (Congress) ফোর জি (4G party) ও বিআরএসকে ২জি পার্টি (2G party) বলে কটাক্ষ করেন তিনি।
রবিবার বিকেলে খাম্মামের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, "কংগ্রেস পার্টি হল ফোর জি পার্টি যার মানে চার জেনারেশন বা প্রজন্মের দল (four generation party) (জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী)। আর বিআরএস হল টু জি পার্টি মানে টু জেনারেশন পার্টি (two generation party) (কেসিআর এবং পরে কেটিআর)। কিন্তু, এবার না টু জি জিতবে না ফোর জি জিতবে কারণ এবার তেলাঙ্গানায় ক্ষমতায় আসার সময় বিজেপির (BJP)।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Telangana: Union Home Minister Amit Shah says, "Congress party is 4G party which means four generation party (Jawaharlal Nehru, Indira Gandhi, Rajiv Gandhi and Rahul Gandhi), BRS is 2G party which means two generation party (KCR and later KTR), but this time neither 2G… pic.twitter.com/8d6CS4ybCP
— ANI (@ANI) August 27, 2023
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে আক্রমণ করে তিনি আরও বলেন, "আমরা জানি যে কেসিআর (KCR) কেটিআরকে (KTR) রাজ্যের মুখ্যমন্ত্রী বানাতে চান। কিন্তু, এবার না কেসিআর না কেটিআর রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এই বার নির্বাচনে জিতে বিজেপির কেউ মুখ্যমন্ত্রীর আসনে বসবেন।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Telangana: Union Home Minister Amit Shah says, "KCR's party symbol is car. That car (BRS party symbol) goes to Bhadrachalam but it does not go to Ram Temple as the steering of that car is in the hands of Owaisi (Asaduddin Owaisi)..." pic.twitter.com/PQAWnFfTNv
— ANI (@ANI) August 27, 2023
মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ও কেসিআরের আঁতাতকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, "কেসিআর-এর দলের প্রতীক হল গাড়ি। এই গাড়ি ভদ্রাচলমে যায় কিন্তু রাম মন্দিরে যায় না কারণ গাড়ির স্টিয়ারিং ওয়াইসির হাতে।" আরও পড়ুন: Gujarat Drink-and-Drive Case: রাস্তায় অন্য গাড়িকে ধাক্কা, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার মত্ত চালিকার
দেখুন ভিডিয়ো:
#WATCH | Telangana: Union Home Minister Amit Shah takes jibe on the BRS party while addressing the 'Raithu Gosa-BJP Bharosa' rally at Khammam. pic.twitter.com/Jx9VU0glXM
— ANI (@ANI) August 27, 2023