Photo Credits: PTI

হায়দরাবাদ: রবিবার বিকেলে তেলাঙ্গানার (Telangana) রঙ্গা রেড্ডি (Ranga Reddy) জেলার চেভেল্লা (Chevella) এলাকায় সংকল্প সভার (Sankalp Sabha) আয়োজন করেছিল বিজেপি (BJP)। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওকে (Telangana CM K Chandrashekhar Rao) তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। পাশাপাশি তেলাঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয়কে (Telangana BJP chief Bandi Sanjay) গ্রেফতার করার জন্য রাজ্য প্রশাসনের সমালোচনাও করেন তিনি।

চেভেল্লার সংকল্প সভা থেকে অমিত শাহ বলেন, "তেলাঙ্গানায় আর ক্ষমতায় থাকতে পারবে না বলেই দলের নাম বদলে ভারত রাষ্ট্রীয় সমিতি (BRS) রেখেছে কে চন্দ্রশেখর রাও। তিনি এখন প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়ার স্বপ্ন (Dream) দেখছেন। কিন্তু, বুঝতে পারছেন না দেশের প্রধানমন্ত্রী হওয়া তো অনেক দূরের বিষয় রাজ্যেই আর ক্ষমতা ধরে রাখতে পারবেন না তিনি। আমি মুখ্যমন্ত্রী কেসিআরকে জিজ্ঞাসা করতে চাই বিজেপি কেন্দ্রে সরকার গঠন করার আগের বাজেটগুলো (previous budgets) থেকে কত টাকা পেত তেলাঙ্গানা? আগে তেলাঙ্গানাকে ৩০ হাজার কোটি টাকা দেওয়া হত। কিন্তু, ২০২২-২৩ আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী মোদি ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা দিয়েছেন। শুধুমাত্র বিজেপিই উন্নয়নের জন্য কাজ (work of development) করতে পারে।"

কিছুদিন আগে তেলাঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারের সভা থেকে সেই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশে সম্পূর্ণ রাজনীতিকরণ (politicised) হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প (welfare schemes) এখানে পাঠিয়েছেন, কিন্তু সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। তবে মুখ্যমন্ত্রী কেসিআর যাই করুন না কেন, তিনি কখনই তেলাঙ্গানার মানুষকে প্রধানমন্ত্রী মোদির থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না।"

দেখুন ভিডিয়ো: