Photo Credits: ANI/PTI

বেলাগাভি: ২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে অযোধ্যার (Ayodhya) বিতর্কিত জমিতে রাম মন্দির (Ram temple) তৈরির রায় দেয়। তারপর থেকে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই (PM Narendra Modi) জয়জয়কার করেন বিজেপির নেতা-মন্ত্রীরা। শনিবার কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে (Belagavi) নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের সেই দাবিই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। জানালেন প্রধানমন্ত্রী মোদি রাম ভক্তদের স্বপ্ন পূরণ করেছেন।

বেলাগাভিতে বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এখানে কৃষকদের (farmers) জন্য কাজ করেছে বিজেপি (BJP)। আমরা কৃষকদের বিভিন্ন সুবিধা (benefits) দিয়েছি। কংগ্রেস (Congress) সাভারকরকে (Savarkar) অপমান করেছে (insulted)। কিন্তু, বিজেপি মারাঠাদের (Marathas) উন্নয়ন করেছে ও তাঁদের শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করিয়ে ভগবান রামের ভক্তদের (Lord Ram devotees) স্বপ্ন (dreams) পূরণ করেছেন।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কটাক্ষ করে অমিত শাহ আরও বলেন, "কংগ্রেস পার্টি ভগবান বজরঙ্গবলীকেও (Lord Bajarang Bali) অপমান করেছে। কেউই রাহুল গান্ধীর গ্যারান্টিতে ভরসা করেন না। ওরা ত্রিপুরা, অসম এবং নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোতে হেরে গেছে। বিজেপি পিএফআই-কে নিষিদ্ধ করে মানুষকে রেশন, জল ও স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা দিয়েছে। ডবল ইঞ্জিনের সরকার মানুষের সুবিধার জন্য কাজ করেছে।"