চাঁইবাসা: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) আদিবাসী সম্প্রদায়ের (tribal) মানুষ হলেও তাঁর সরকার (Government) আদিবাসী বিরোধী (anti-tribal)। শনিবার ঝাড়খণ্ডের (Jharkhand) চাঁইবাসায় (Chaibasa) আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। তীব্র ভাষায় সমালোচনা করলেন হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারের।
চাঁইবাসার জনসভা থেকে অমিত শাহ বলেন, "এই রাজ্যের মুখ্যমন্ত্রী (হেমন্ত সোরেন) এক আদিবাসী সম্প্রদায়ের (tribal community) একজন মানুষ। কিন্তু, এই সরকার আদিবাসী বিরোধী। তাদের শাসনকালে দুর্নীতি চরম শিখরে উঠেছে। এই সময়টা হল মধ্যসত্ত্বভোগী ও আদিবাসীদের জমি দখলকারীদের সময়। এখন এখানে যুবক-যুবতীরা চাকরির নামে প্রতারিত হয়। পড়াশোনার নামে ধোঁকাবাজির শিকার হয় শিশুরা। আর উন্নয়নমূলক প্রকল্পের নামে ঠকানো হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষকে।"
The CM (Hemant Soren) of the state is a tribal but this govt is anti-tribal. During their tenure, corruption peaked; the time for middlemen and grabbers of tribal land come: Union HM Amit Shah, in Chaibasa, Jharkhand pic.twitter.com/91Lq2jIrdp
— ANI (@ANI) January 7, 2023
The youth was deceived in the name of jobs. Children were deceived in the name of education. The tribal community was deceived in the name of welfare schemes: Union HM Amit Shah, in Chaibasa, Jharkhand pic.twitter.com/xrnSkWMz4Y
— ANI (@ANI) January 7, 2023
এরপরই ঝাড়খণ্ডে বিজেপির সরকার থাকাকালীন রাজ্যের কতটা উন্নয়ন হয়েছিল সেই বিষয় তুলে ধরেন তিনি। এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যখন রঘুবর দাস (Raghubar Das) পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন তখন আমাদের সরকার শিক্ষা, রাস্তা ও বিদ্যুতের প্রকল্প চালু করেছিল। কিন্তু, তারপর যে সরকার এল তারা ঝাড়খণ্ডকে ধ্বংস করে দিল। যে দাবি-দাওয়া পূরণের জন্য অটলজী ঝাড়খণ্ডকে বিহার থেকে আলাদা করেছিল হেমন্ত সোরেনের সরকার কি মানুষের সেই চাহিদা পূরণ করেছে?"
When Raghubar Das received full majority, our Govt started projects for education,road&electricity.But then came a Govt that destroyed Jharkhand. Is Hemant govt working for welfare of the state separated from Bihar by Atal ji,thus fulfilling a long-pending demand?: HM in Chaibasa pic.twitter.com/GZLXpjkM8k
— ANI (@ANI) January 7, 2023