আগরতলা: ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections) উপলক্ষে রবিবার নির্বাচনী ইস্তেহার (election manifesto) প্রকাশ করল (releases) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আগরতলায় আজ তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ইনচার্জ (TMC Tripura incharge) রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), রাজ্য সভাপতি (State TMC President) পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ও তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (MP Sushmita Dev)।
এবার ত্রিপুরায় তৃণমূলের নির্বাচন পরিচালনার অন্যতম দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৬ জন তপসিলি উপজাতি, দুজন তপসিলি জাতি, দুজন মহিলা প্রার্থীর নাম ওই তালিকায় রয়েছে। পেচারথাল ও কমলাসাগর আসন থেকে এবার তৃণমূলের টিকিটে লড়াই করবেন পূর্ণিতা চাকমা ও সুতপা ঘোষ।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন। তার আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে ঘাসফুল শিবির। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,এর আগেও ত্রিপুরাকে পাখির চোখ করে ভোটের লড়াইতে নেমেছিল তৃণমূল। কিন্তু সেবারও বিশেষ সুবিধা করতে পারেনি তৃণমূল। এবার ফের ত্রিপুরায় ভোটের লড়াইতে নামছে তৃণমূল। প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা প্রকাশও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দলের তরফে সমস্ত আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তবে এবার বিজেপি শাসিত ত্রিপুরায় ভোটের লড়াইতে তৃণমূল কতটা সুবিধা করতে পারবে সেটা বলবে সময়।
Agartala | Trinamool Congress releases its election manifesto for upcoming Tripura elections, in the presence of TMC Tripura incharge, Rajib Banerjee, State TMC President, Pijush Kanti Biswas and party MP Sushmita Dev pic.twitter.com/PmABddClkJ
— ANI (@ANI) February 5, 2023