নয়াদিল্লি: গান্ধী জয়ন্তীতে (Gandhi Birth day) দিল্লির বুকে বড়সড় বিক্ষোভ (TMC protest in Delhi) দেখানোর সিদ্ধান্ত মনে হচ্ছে নিয়েই ফেলেছে তৃণমূলের যুবরাজ। রবিবার বিকেলে দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে ১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা কেন হয় না তা প্রশ্ন তুলে বামদের (CPIM) কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP and national general secretary Abhishek Banerjee)। আর দিল্লিতে নেমেই সোজা বিজেপিকে করলেন চ্যালেঞ্জ (challenge)। পরিষ্কার বলেই দিলেন 'পারলে আমাকে আটকান (Stop me if you can)'।
রবিবার থেকে শুরু হতে চলা তৃণমূলের বিক্ষোভ সম্পর্কে দিল্লিতে নেমেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, "আজকে রাতে সাংসদ ও মন্ত্রীরা বৈঠক করবে। সেখানে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাব তা নিয়ে আলোচনা হবে। পারলে আমাকে আটকান। আমি কোনও তদন্তকারী সংস্থাকে (probe agency) চ্যালেঞ্জ জানাচ্ছি না। এই বিষয়ে যা বলার আমি বলেছি। আমি একদম দিল্লির বুক (soil of Delhi) থেকে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ করছি।" আরও পড়ুন: Manipur Clash: মণিপুরে দুই যুবককে অপহরণের পর খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্তরা, ভিডিয়োতে শুনুন মণিপুরের মুখ্যমন্ত্রীর বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | On TMC protest in Delhi, TMC MP and national general secretary Abhishek Banerjee says "The MPs and the ministers are meeting here tonight. There will be discussions and deliberations and we will explore the way forward. Stop me if you can. I am not challenging any probe… pic.twitter.com/XdFVYdLa0V
— ANI (@ANI) October 1, 2023