Mallikarjun Kharge (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৩ জুন:  ন্যাশনাল হেরাল্ড মামলায় এতদিন পরে রাহুল গান্ধীকে ইডির দপ্তরে তলব প্রসঙ্গে ফুঁসে উঠলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি বলেন, “এটা রাজনীতি ছাড়া আর কিছু নয়। আমরা এর নিন্দা করি। এই মামলায় আইনি জটিলতা থাকলে তানিয়ে পদক্ষেপ নিতে  ৮ বছর লাগত না। মানুষকে হয়রানি করাটাই তাদের পদ্ধতি, তবে আমরা ভয় পাব না। আমরা লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমরা আজ সত্যাগ্রহে নেমেছি, কারণ ন্যাশনাল হেরাল্ডের মিথ্যা মামলার কোনও সারবত্তা নেই। মূলত সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে হয়রান করতেই তাঁদের ইডির অফিসে তলব করা হয়েছিল। যদি এই মামলা নিয়ে তাদের কিছু বলার থাকত তাহলে আইনজীবীর মাধ্যমে তা সনিয়া গান্ধী ও রাহুলকে জানানো যেত। কিন্তু তার বদলে চারঘণ্টা ধরে ইডির অফিসে তাঁদের বসিয়ে রেখে হয়রান করা, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া অন্যকিছু নয়।”