নতুন দিল্লি, ২৮ জুলাই: বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন, “ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি ভুল করে 'রাষ্ট্রপত্নী' (Rashtrapatni) বলেছিলাম, এখন আপনি যদি এর জন্য আমাকে ফাঁসি দিতে চান তা আপনি করতেই পারেন। একটি ক্ষমতাসীন দল ইচ্ছাকৃত ক্ষুদ্র ঘটনাকে পাহাড় প্রমাণ বিষয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
দেখুন ভিডিও
#WATCH | "There is no question of apologising. I had mistakenly said 'Rashtrapatni'...the ruling party in a deliberate design trying to make mountain out of a molehill," says Congress MP Adhir R Chowdhury on his 'Rashtrapatni' remark against President Murmu pic.twitter.com/suZ5aoR59u
— ANI (@ANI) July 28, 2022
এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে করা বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন কংগ্রেস সাংসদ অধির চৌধুরি। সংবাদ মাধ্যমকে একথাই জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi)। দলনেত্রী ও সাংসদের মন্তব্যের ফারাক নিয়ে বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে।