২০২২-এর বিধানসভা নির্বাচনে (Punjab Election Results 2022) নতুন দলকে জিতিয়ে ফ্রেশ স্টার্ট দিতে তৈরি পাঞ্জাব। ট্রেন্ড অনুযায়ী শাসকদল কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে আম আদমি পার্টি। সর্বশেষ খবর অনুযায়ী ১১৭টি বিধানসভা আসনের মধ্যে পাঞ্জাবে ৯০টি আসনে জিতছে আপ। আম আদমি পার্টি এই মুহূর্তে পাঞ্জাবের হেভিওয়েট প্রার্থী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে ভোট সংক্যার বিচারে পিছনে ফেলে দ্রুত এগিয়ে চলেছে।
কেজরিওয়ালের টুইট
"Iss Inquilab ke liye Punjab ke logon ko bahut bahut badhai (congratulations to the people of Punjab for this revolution)," tweets Delhi CM and AAP national convener Arvind Kejriwal as the party sweeps #PunjabElections
(Pic: Arvind Kejriwal's Twitter) pic.twitter.com/yFukwnVAbt
— ANI (@ANI) March 10, 2022
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আম আদমি পার্টি বর্তমানে পাঞ্জাবে ৮৯টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ১২টি আসনে এগিয়ে কংগ্রেস। আর ৫টি আসনে এগিয়ে বিজেপি। ২০১৭-র বিধানসভা ভোটে পাঞ্জাবে আপ প্রথম পা রাখে। সেবার ৭৭টি আসনে জিতে পাঞ্জাবে সরকার গড়েছিল কংগ্রেস। একই সঙ্গে ২০টি আসনে তালিকায় দ্বিতীয় স্থানে আসে আম আদমি পার্টি। সে বছর আপের তরফে পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবে এবার আর একই ভুল করেনি। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদের জন্য সাংসদ ভাওয়ান সিং মানের নাম ঘোষণা করেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর পদে প্রার্থী ছাড়াও শিখ সমাজে তিনি একজন জনপ্রিয় মুখ।