নিমুচ: সরকারি চিতা প্রকল্পের (Government Cheetah Project) জন্য চাষের জমি নেওয়ার বিষয় নিয়ে রাগ ছিল কিছু মানুষের এর জেরে বিজেপির নির্বাচনী প্রচারে পাথর হামলার (stone pelted) ঘটনা ঘটল। পরে ঘটনাস্থলের ভিডিয়ো পোস্ট হতেই বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশে (Madha Pradesh)। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিমুচ (Neemuch) জেলায় বিজেপির জন আর্শীবাদ যাত্রা (Jan Ashirwad Yatra) চলার সময় যখন জেলার শেষ গ্রাম রামপুরা (Rampura) রাওয়ালি কুডিতে (Rawali Kudi) আসে তখন পাথর নিয়ে হামলা চালায় কয়েকজন। এর ফলে কিছু গাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। তবে কেউ জখম হয়নি।
গ্রামবাসীদের কথায়, সরকারি চিতা প্রকল্পের জন্য উর্বর কৃষি জমি নিয়ে নেওয়া হয়েছে। এর জন্য কিছুদিন ধরেই কয়েকজন গ্রামবাসীর মধ্য রাগের সৃষ্টি হয়েছিল। তার জেরে রামপুরার রাওয়ালি কুডি গ্রামে পৌঁছনোর পর তাতে পাথর হামলার ঘটনা ঘটে। আরও পড়ুন: Yogi Adityanath Meets PM: মোদির বাড়িতে যোগী! দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Madhya Pradesh | Stone pelting on BJP's Jan Ashirwad Yatra in Neemuch was reported earlier this evening. pic.twitter.com/sYwJjbsyv9
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 5, 2023