মুম্বই: কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থাগুলির অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM & TMC chief Mamata Banerjee) সুরেই সুর মেলালেন উদ্ধবপন্থী শিব সেনা নেতা সঞ্জয় রাউত (Shiv Sena (UBT) leader Sanjay Raut)। তীব্র আক্রমণ করলেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে (BJP-led central government)। আরও পড়ুন: Rajasthan: রাজস্থান বিজেপির বড় ধাক্কা, অশোক গেহলটের উপস্থিতিতে কংগ্রেসে যোগ সাধ্বী অনাদি সরস্বতীর (দেখুন ভিডিও)
এপ্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (West Bengal CM Mamata Banerjee) আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় (important thing) বলেছেন যে সমস্ত বিরোধী (opposition) দলের নেতা-নেত্রীদের গ্রেফতার করে তাঁদের জেলে পাঠান। আর নির্বাচন জিতে নিন। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha elections) আগে বিরোধীদের শেষ করতে চাইছে।" আরও পড়ুন: Uttar Pradesh: পিলিভীটের খননকার্যে পাওয়া গেল ভগবান বিষ্ণুর মূর্তি, দেখতে ভিড় জমাল স্থানীয় বাসিন্দারা (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো:
VIDEO | "(West Bengal CM) Mamata Banerjee today said a very important thing - arrest all opposition leaders and send them to jail, and win the elections. They (BJP-led central government) want to finish the opposition before the (2024 Lok Sabha) elections," says Shiv Sena (UBT)… pic.twitter.com/pCVHHhhTyP
— Press Trust of India (@PTI_News) November 2, 2023
.