Photo Credits: ANI

পাটনা: দু-দিনের মণিপুর সফর শেষ করে রবিবারই দিল্লি ফিরেছেন বিরোধী জোট ইন্ডিয়ার (I.N.D.I.A alliance) প্রতিনিধি দলের সাংসদরা। তার আগে সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা। আর দিল্লিতে ফিরেই সরব হয়েছেন মণিপুরের পরিস্থিতি নিয়ে। সেখানকার ত্রাণ শিবিরগুলিতে থাকা মানুষদের দুরাবস্থার কথা উল্লেখ করে অবিলম্বে তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরানোর দাবি জানিয়েছেন। তাঁদের কথা শুনে মনে হয়েছে সংসদেও এই বিষয় নিয়ে সরব হবেন বিরোধী সাংসদরা। শাসকদল বিজেপিকে উভয়কক্ষেই কোণঠাসা করার চেষ্টা করবেন। এর মাঝেই মহারাষ্ট্রে হতে চলা বিরোধীদের তৃতীয় বৈঠকে বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটে লড়াইয়ের জন্য ছক চূড়ান্ত করা হবে বলে রবিবার জানালেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব (RJD chief Lalu Prasad Yadav)।

পাটনায় (Patna) আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Bihar's Ex CM) বলেন, "বাবাসাহেব আম্বেদকরের (Baba Saheb Ambedkar) আদর্শে (ideology) বিশ্বাসী রাজনৈতিক দলগুলি (Parties) একসঙ্গে হয়েছে। আগামী দিনে বিজেপি (BJP) উৎখাত হয়ে যাবে (wiped out)। আমরা মহারাষ্ট্রে (Maharashtra) দেখা করতে চলেছি সেখানে পরিকল্পনা চূড়ান্ত (finalise the strategy) করা হবে।" আরও পড়ুন: PM Thanks U.S : প্রাচীন ভারতের পুরনো শিল্পকর্ম ফিরিয়ে দিল আমেরিকা, ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রীর

দেখুন ভিডিয়ো: