২৮মে, ২০১৯: মোদি ঝড় বইছে গোটা দেশে। ৩০ মে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন দক্ষিণের তারকা রজনীকান্তও। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নরেন্দ্র মোদির (Narendra Modi)শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে খুশি। সেখানে যাবেন তিনি। মোদিকে নেহরু এবং রাজীব গান্ধীর মতোই ‘ক্যারিশ্মাটিক’ বলে জানিয়েছেন রজনীকান্ত।
একই সঙ্গে রাহুল গান্ধীর(Rahul Gandhi) সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ প্রসঙ্গে রজনীকান্ত বলেছেন, ‘রাহুলের এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হয়নি। একজন শক্তিশালী বিরোধী পক্ষ তৈরি করার জন্য রাহুলের নেতৃত্বে থাকা অত্যন্ত জরুরি। রাহুল নিজেকে প্রমাণ করেছেন। গণতন্ত্রে শক্তিশালী বিরোধী থাকা অত্যন্ত জরুরি।’
রজনীকান্তের (Rajnikant)রাজনীতিতে যোগদানের জল্পনা ২০১৭ সাল থেকেই চলে আসছে। তখন দক্ষিণী এই তারকা জানিয়েছিলেন তিনি রাজনীতিতে নামতে চান। পরে সেই জল্পনা নিজেই উড়িয়ে দিয়ে বলেন, এখনই কোনও রাজনৈতিক দল আনতে চাইছি না। তবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে রজনীকান্তের ডাক পাওয়া আর মোদির প্রশংয় রজনীকান্তের এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল।