২২মে, ২০১৯: ভোটের ফলাফল প্রকাশের আগেই ফের খবরের শিরোনামে রাফালে(Rafale)। যাকে বলে একেবারে চমকে দেওয়ার মত খবর। প্যারিসে(Paris) ভারতীয় বায়ুসেনার(Indian Army) রাফালে প্রকল্পের অফিসে চুরির চেষ্টা হল। ঘটনাটি স্থানীয় সময় গত রবিবার রাতে ঘটলেও প্রকাশ্যে এসেছে বুধবার। বায়ুসেনা সূত্রে খবর, প্যারিস সংলগ্ন শহরতলি শঁ ক্লাউডের বহুতল আবাসন চত্বরে রাফালে প্রকল্পের অফিস রয়েছে সেখানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা দরজা ভেঙে ঢুকে জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে। তবে কোনও তথ্য বা কম্পিউটার হার্ড ডিস্ক চুরি যায়নি বলে দাবি করেছে বায়ুসেনা।
বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার প্যারিসে ওই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন। প্রাথমিক অনুমান, চোরেরা তথ্য চুরির চেষ্টাতেই ঢুকেছিল। কারণ ওই অফিসে কোনও দামি জিনিস বা টাকা ছিল না। ভারতীয় রাফালে অফিস ফরাসি দাঁসো এভিয়েশন অফিসের কাছেই। ইতিমধ্যেই প্যারিসের রাফালে অফিস থেকে প্রতিরক্ষা মন্ত্রককে পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ফরাসি পুলিস। এব্যাপারে এখনও প্রতিরক্ষা মন্ত্রক(Defence Ministry), বায়ুসেনা বা ফরাসি দূতাবাস থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।