জয় ভগবান গয়াল (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: মারাঠা আইকন ছত্রপতি শিবাজী মহারাজের সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) তুলনা করলেন বিজেপি নেতা। মুম্বইয়ের ওই বিজেপি নেতার নাম জয় ভগবান গয়াল (Jai Bhagwan Goyal)। তিনি সম্প্রতি একটি বই লিখেছেন, বইয়ের নাম আজকের শিবাজী নরেন্দ্র মোদি। বইটি প্রকাশ হতেই মহারাষ্ট্রজুড়ে শোরগোল পড়েছে। বিজেপি নেতা জয় ভগবান গয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন মুম্বইকররা। বাদ গেল না শিবসেনা নেতৃত্বও। ইতিমধ্যেই বইয়ের লেখককে তীব্র কটাক্ষ করেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। এত বিতর্কের ঘায়ে একেবারে ধরাশায়ী লেখক, ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমেছেন।

তিনি বলেছেন, “শিবাজী শুধু মহারাষ্ট্রেরই নয়, আমাদের দেশের মহান নেতা। তিনি যেমন দেশের উন্নতির জন্য দারুণ সব কাজ করে গিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাই করছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরই তিনি শিবাজের পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছেন। সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করেছেন। শিবাজির সঙ্গে নরেন্দ্র মোদির তুলনার মূল উদ্দেশ্যই হল শিবাজীর সময়ে দেশের মানুষ নিরাপদ বোধ করত। আর এখনও মোদির প্রধানমন্ত্রিত্বে দেশের মানুষ নিরাপদ।” আরও পড়ুন-Nitish Kumar Rules Out NRC: এনআরসি-র যৌক্তিকতা নেই তাই বিহারে তা প্রয়োগ হচ্ছে না, বিধানসভায় জানালেন নীতীশ কুমার

নরেন্দ্র মোদির গুণগান গাইতে গিয়ে একটু বেশি বেশিই বলে ফেলেছেন বিজেপি নেতা জয় ভগবান গয়াল। এমনটাই মনে করছে শিবসেনা। মারাঠারা তো তাঁর বক্তব্য শুনে ক্ষেপে গিয়েছে। টুইটারে কটাক্ষ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত, “এই বইটি বিজেপি অফিস থেকে প্রকাশ পেয়েছে। কে এই লেখক জয় ভগবান গয়াল? এই সেই লোক যে দিল্লিতে অবস্থিত মারাঠা সদন আক্রমণ করেছিল। আর সেই জয় ভগবান গয়াল আজ শিবাজি মহারাজের মহারাষ্ট্র ও মারাঠাদের হেনস্তা করল। দারুণ বিজেপি!”